

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-
পটিয়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস জনসচেতনতার লক্ষ্যে সমাজ সেকা ফাতেমা বেগম মাস্ক বিতরণ করছেন। ফাতেমা বেগম গত ৫ ও ৬ আগষ্ট মাস্ক বিতরণকালে বলেন,করোনার বাড়বাড়ন্ত চিন্তা বাড়াচ্ছে প্রশাসন থেকে স্বাস্থ্য দফতরের। করোনা নিয়ে স্বাস্থ্য দফতর এবং প্রশাসন বিভিন্ন বিধিনিষেধ আরোপ করলেও একশ্রেণীর মানুষ তা অমান্য করছেন। করোনা বিধি না মেনে ঘুরে বেড়াচ্ছেন মাস্ক ছাড়া,কারও মাস্ক ঝুলছে মুখের বা থুতনির নিচে। পটিয়া পৌর শহরের বিভিন্ন জায়গায় চলছে আড্ডা। করোনা আবহে এখন ও কিছু কিছু মানুষের মধ্যে মাস্ক ব্যবহার করতে অনীহা লক্ষ্য করা যাচ্ছে । তারা বাইরে বেরিয়ে পড়ছে মাস্ক ছাড়া। অনেকেই, ব্যাবসায়ী থেকে সাধারণ মানুষ, সরকারি নির্দেশিকা মানছে না। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান এবং মাস্ক পরিধান করে নিজের জীবন ও পরিবারকে সুরক্ষা রাখার আহবান জানান।