মো:শাহিন,রুপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন মজুমদার চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ব্যবসায়ী সহ অপরাধীদের আতঙ্কের নাম। যোগদানের পরপরই বহু মামলার আসামী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীদের গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার করে সাড়া জাগিয়েছেন ভূলতা পুলিশ ফাড়িঁর ইনচার্জ নামিজ উদ্দিন মজুমদার। গত সাত মাস পূর্বে তিনি ভূলতা ফাঁড়িতে পুলিশ পরিদর্শক হিসেবে যোগদান করেন । এরপর থেকেই ভুলতা, গোলাকান্দাইল এলাকা এখন শান্ত।
ভূলতা এলাকায় কোন ব্যাংক ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। চুরি, ডাকাতি, সন্ত্রাস রোধে তিনি অগ্রণী ভ‚মিকা রেখেছেন। ভূলতা গোলাকান্দাইল এলাকায় পুলিশ টহল জোরদার করেছেন। গত ২৯ জুলাই বহু মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ডাকাত কাউছারকে গ্রেফতার করেন। গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাকিবকে গ্রেফতার করেন। গ্রেফতারের খবর পেয়ে ভাইকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর চড়াও হয় সন্ত্রাসী কাউছার। একপর্যায়ে ছুরি দিয়ে পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিনের উপর আঘাত করে। তখন অল্পের জন্য রক্ষা পায় নাজিম উদ্দিন। পরে ডাকাত কাউছারকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে ২’শ পিছ ইয়াবা, ৫’শ পুরিয়া হেরোইন ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। মাদক ও পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক দু’টি মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয় ডাকাত কাউছার ও রাকিবকে। পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী মর্তুজাবাদ এলাকার আল-আমিনকে গোলাকান্দাইল এলাকা থেকে গ্রেফতার করে।
পুলিশের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে ভূলতা, গোলাকান্দাইল বাসষ্ট্যান্ডে চাঁদাবাজি করে আসছিল রাজু মিয়া। গত ১ জুলাই ভূলতা এলাকা থেকে রাজুকে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। গত ১২ জুলাই হোড়গাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নজরুল ইসলামের বাড়ি থেকে ৩৬০ পিছ বিদেশী বিয়ার আটক করে নাজিম উদ্দিন মজুমদার। এ ঘটনায় নজরুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী রাকিব ভূইয়ার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। গত ২৭ জুন যৌতুক মামলায় দুই সহোদরকে গ্রেফতার করে। পরের দিন ২৮ জুন চার্জশীটসহ আসামীদেরকে কোর্টে প্রেরন করে। ২৪ ঘন্টায় যেতৈুক মামলার চার্জশীট দিয়ে রূপগঞ্জে আলোড়ন সৃষ্টি করেছেন পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন মজুমদার।
ভূলতা পুলিশ ফাঁড়ি এলাকায় পুলিশের টহল বৃদ্ধি, মলমপার্টি ও ছিনতাইকারী দমন, নিজ খরচে ভূলতা ফ্লাইওভারের নীচের ময়লার ভাগাড় অপসারণ, ফুটপাত অপসারণ, ফুটপাতে চাঁদাবাজি বন্ধ করে নাজিম উদ্দিন আলোচনায় আসেন। করোনাকালে এলাকাবাসী ও পথচারীদের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ ও জনসচেতনতায় মাইকিং কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব বজায় রাখতে দিনভর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশে প্রচারণা চালিয়ে আসছেন পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন মজুমদার।
এ ব্যাপারে ভূলতা ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন মজুমদার বলেন, সন্ত্রাস ও মাদকের সাথে কোন আপষ নেই। অপরাধীরা যতবড় শক্তিশালী হোক তাদের আইনের আওতায় আনা হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও তাদের সুবিধাভোগীরা ঐক্যবদ্ধ হয়ে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীরা যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কোন ক্রমেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না।