সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ এর গণ-টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ৮টি কেন্দ্রের ২২ টি বুথে একযোগে এ টিকাদান কার্যক্রম শুরু হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে প্রতিটি কেন্দ্র্রে টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভীড় লক্ষ করা গেছে।
প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা ৩টি করে বুথ স্থাপন করে ৬০০ জনকে এ টিকা দেয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রের জন্য ৩ জন পরিদর্শক, ৬ জন স্বাস্থ্যকর্মী এবং ৯ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন। এছাড়া উপজেলা ছাত্রলীগ ও সিপিপির ভলান্টিয়াররা টিকাদান কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।
এদিকে আজ (শনিবার) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থিত টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনায়েম সাদ। এসময় তাদের সাথে হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক ও চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আহুরুজ্জামান আলমাস খান উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনায়েম সাদ বলেন, প্রাথমিক পর্যায়ে আজ এক দিনে উপজেলার ৪ হাজার ৪ শত জন মানুষকে টিকা দেয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, সকাল থেকে বৈরী আবহাওয়ার বৃষ্টির মধ্যেও মানুষ স্বতস্ফূর্তভাবে টিকা কেন্দ্রগুলোতে উপস্থিত হয়ে টিকা নিচ্ছেন। প্রতিটি টিকা কেন্দ্র ঘুরে মানুষের উপচেপড়া ভীর লক্ষ করছি। সরকারের এ কার্যক্রমকে সফল করতে আজ দিনব্যাপী মাঠে থাবেন বলে তিনি জানান।