মো:শাহিন,রূপগঞ্জ, প্রতিনিধিঃ
এশিয়ান হাইওয়ে সড়ক নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কালাদী এলাকার মেসার্স এফ হক ফিলিং স্টেশনের সামনে থেকে গতকাল ৭ আগষ্ট শনিবার ভোর রাতে সাড়ে তিন কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করেছে র্যাব-১ এর সদস্যরা। এসময় মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার মান্দ্রা এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুল হালিম (৫৯), পশ্চিম আউটশাহী এলাকার মৃত বিশু মিয়ার ছেলে আব্দুল মালেক (৬৩) ও শিলিমপুর এলাকার মৃত আব্দুল খালেক সরকারের ছেলে আব্দুল মজিদকে (৫৩) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
র্যাব-১ এর নায়েব সুবেদার সৈয়দ শুকুর আলী জানান, নারায়ণ মূর্তিটি ৩১ ইঞ্চি দৈর্ঘ্যরে ৩৫ দশমিক ৪ কেজি ওজনের।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, এঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।