মোঃ তরিকুল ইসলাম,মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার মহম্মদপুরে করোনা আক্রান্ত হয়ে বাবুখালী আদর্শ ডিগ্রি কলেজের অফিস সহায়ক (পিয়ন) মো. শহিদ খান (৫০) এর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে তিনটার সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মৃত শহিদ খান উপজেলার বাবুখালী ইউনিয়নের মৃত আফতাব উদ্দিন খাঁনের ছেলে।
নিহতের বড় ভাই রতন আলী খান জানান, শহিদ প্রায় দশ বারো দিন আগে করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে বাড়িতে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু শ্বাসকষ্টে পরিমান আরো বাড়তে থাকে। এরই মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ৩ আগষ্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার রাত সাড়ে তিনটার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাবুখালী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ রবিউল আলম বলেন, তার অকাল মৃত্যুতে কলেজ পরিবারে শোক নেমে এসেছে। শােকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কলেজের শিক্ষক কর্মচারীরা।
মহম্মদপুর উপজেলায় মোট সনাক্ত হয়েছে ৪১৬ জন সুস্থ্য ৩৪১ জন। এর মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে ।