এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
৭ আগস্ট ২০২১ শনিবার আনুমানিক রাত ১ টা ৩০ মিনিটের দিকে যশোর সদর বসুন্দিয়া মোড়ে জাহিদ প্লাজার সামনে থেকে বসুন্দিয়া পুলিশ ক্যাম্প সদস্যরা ৫০ পিস ইয়াবা ১ (শত) ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, গাইদগাছি গ্রামের ফারুক হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩৪), অভয়নগর উপজেলার আলিপুর গ্রামের হায়দার আলীর ছেলে সোহেল আরমান ওরফে হিরো (৩৪), অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের খালেক সরদারের ছেলে মাসুম সরদার (৩৫),। আটককৃতদের তাৎক্ষণিক যশোর কোতয়ালী মডেল থানায় প্রেরণ করা হয়েছে। তাদের কাছে থাকা একটি পুরাতন লাল-কালো রঙ্গের বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল ও নগদ ২০ (হাজার) ৫ শত টাকা উদ্ধার করেছেন বলে জানিয়েছেন। বসুন্দিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জাকির হোসেন, আমাদের এ প্রতিনিধিকে পুলিশ জানায় তারা গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ ও এসআই সাইফুল ইসলামসহ, সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে বলে জানা যায়।