মোঃ মোজাম্মেল হোসেন বাবু
রাজশাহীঃ
গ্রেফতারকৃত আসামীরা হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাহেব বাজার বড়কুঠি গ্রামের মৃত নবাবজান শেখের ছেলে মোঃ মুরাদ ওরফে ককটেল মুরাদ (৩৬) ও মোঃ কামালের ছেলে মোঃ পিন্টু (৩২)।
রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাজ করে যাচ্ছে আরএমপি।
এরই ধারাবাহিকতায় আজ ৭ আগষ্ট ২০২১ সকাল ১০.৪০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ আশিক ইকবাল, এসআই মোঃ ছয়ফুল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।
এসময় গোপন সংবাদের ভিত্তি জানতে পারে বোয়ালিয়া থানার সাহেব বাজার ন্যাশনাল ব্যাংক রাজশাহী শাখার সামনে ২ জন ব্যক্তি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সকাল ১০.৫৫ টায় ঘটনাস্থলে পৌঁছে আসামী মোঃ মুরাদ ওরফে ককটেল মুরাদ ও মোঃ পিন্টু (৩২)কে গ্রেফতার করে। এসময় তল্লাশী করে তাদের কাছ থেকে ১০৬ গ্রাম হেরোইন ও ০২ টি চাকু (ছোরা) উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীরা সাহেব বাজার এলাকার বিভিন্ন দোকানে হতে চাঁদা আদায় করতো।
তাদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় মাদক সহ অন্যান্য আইনে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।