রাজু আহম্মেদ।।
র্যাব- ৫- রাজশাহী সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ০৭/০৮/২০২১ ইং তারিখ আনুমানিক রাত্রি ১১.৫৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৮নং বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর কলেজ সংলগ্ন তিন রাস্তার মোড় জনৈক শ্রী মানিক সিংহ এর চায়ের হোটলের সামনে হেরিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ভারতীয় তৈরি সিগারেট-৫৩,০০০ (তিপান্ন হাজার)পিস সহ ০১ জন চোরাকারবারী ১। মোঃ শাহীন (১৯), পিতা-মোঃ শাজাহান আলী, মাতা-মৃত ফরিদা বেগম, সাং-দত্তগ্রাম, ইউনিয়ন-ঠাক্রকোনা থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোনা (বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাগাছা মাস্তান বাজারস্থ জনৈক মিলনের মিষ্টির হোটেলের কর্মচারী)’কে হাতেনাতে গ্রেফতার করা হয়।ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
মাদক-মুক্ত সমাজ গড়ুন।