স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শীবনগর গ্রামে বিয়ের আসর থেকে বর পালানোর ঘটনা ঘটেছে।এ ঘটনায় বরপক্ষের ইজিবাইক আটক করে গ্রামবাসী। পরে স্থানীয় ভাবে আপোষ মিমাংসায় বরপক্ষকে ৪০ হাজার ও ঘটককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । জানা গেছে,সদাবরী গ্রামের মজিদের ছেলে ঢাকায় চাকরিরত আরিফুলের বিয়ের জন্য শীবনগর গ্রামের মৃত আবুলের ছেলে জান মোহাম্মদের কলেজ পড়ুয়া সুন্দরী মেয়ে দেখে তার মামা।এসময় আরিফুলের মামা ঘর বাড়ি দেখা সহ কনের পরিবারের আমন্ত্রন করে ছেলের বাড়ি দেখার জন্য।মেয়ের পরিবার ও ছেলের ঘর বাড়ি ছেলে দেখে পছন্দ করে।এসময় মেয়ের বাবা বর আরিফুলকে তার মেয়েকে দেখার জন্য তার মামা ও ঘটককে অনুরোধ করে।কিন্তু ছেলের মামা জানায় ছেলের দেখা লাগবে আমি যার সাথে বিয়ে দেব ছেলে তার সাথেই করবে।সেই কথা মত গত পরশু বৃহস্পতিবার বিয়ের দিনক্ষর ঠিক হয়।ইজিবাইকে করে বর আরিফুল সহ তারা মামা,ঘটক ও তার বন্ধুরা শীবনগরে বিয়ের জন্য যায়।একদিকে চলতে থাকে রান্নাবান্না।এসময় বরের কোন বন্ধু মেয়েকে দেখে এসে আরিফুলকে মিথ্যা করে জানায় মেয়ে সুন্দর না তুই বিয়ে করিস না।সে কথা শুনে আরিফুল কৌশলে বিয়ের আসর থেকে পালিয়ে যায় বলে জানায় স্থানীয়রা। পরে কনে পক্ষের লোকজন আরিফুলকে মুচিবটতলায় ধরে শার্টেড় কলার ধরে টেঁনে হেঁচড়ে নিয়ে যেতে চাইলে স্থানীয়রা বাধা দেয়।পরে তারা দ্রুত ফেরত গিয়ে বরযাত্রীদের আটকে পড়ে।ঘটনা জানাজানি হলে পুরো গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে বরপক্ষের লোকজনের উপর।একটা সুন্দর মেয়ের জীবন এভাবে নষ্ট করায় তারা চড়াও হয়।শেষমেষ ছেলের মামার ইজিবাইক আটকে দেয় তারা।গতকাল শনিবার দুপক্ষের লোকজন স্থানীয় ইউপি সদস্যরা একত্রে বসে বরপক্ষের ৪০ হাজার টাকা ও ঘটকের ১৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি সুরহা করে।মেয়ের বাবা জানান ওরকম ছেলে আমার মেয়ের যোগ্য না তার মামা ও ঘটকের পীড়াপীড়িতে সম্মতি দিই।কিন্তু তারা আমার সম্মান নিয়ে খেলা করলো আপনারা তাদের মুখোশ উন্মোচন করে দেন যাতে আর কোন মেয়ের পরিবারের সম্মান নিয়ে এরকম করতে না পারে।