

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
বরিবার( ৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম, এ, করিম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট ইয়াকুব আলী,ওসি তদন্ত মুরাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, প্রেসক্লাব মধুপুরের সভাপতি আঃ হামিদ,সাংগঠনিক সম্পাদক জাহীদুল কবীর প্রমূখ। আলোচনা সভাশেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং ভারচুয়াল বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শেষে ৭ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন ও ৩ জনকে নগদ অর্থ বিতরণ করা হয়।