
মোঃমহিউদ্দীন খাঁন।মৌলভীবাজার প্রতিনিধিঃ
আজ ৮ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, মৌলভীবাজার এর উদ্যোগে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদানের অনুষ্ঠান জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান।এসময় তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এ ক্ষতিগ্রস্ত বেকার হোটেল শ্রমিক ও অসহায় ব্যক্তিবর্গের মাঝে চেক তুলে দেন জেলা প্রশাসক মহোদয়।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার,মৌলভীবাজার মল্লিকা দে,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি)মৌলভীবাজার তানিয়া সুলতানা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার,রুমানা ইয়াসমিন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা), মৌলভীবাজার মেহেদী হাসান,উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় রাশেদুজ্জামান চৌধুরী,উপ-পরিচালক,মহিলা বিষয়ক অধিদপ্তর শাহেদা আক্তার, দুলন কান্তি চক্রবর্তী,ডিজিএম সোনালী ব্যাংক,মৌলভীবাজার আঞ্চলিক শাখা।