মোঃ আল আমিন সিংড়াঃ
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রাম (খোলাটিয়া) থেকে জিয়াপাড়া গ্রামের রাস্তা পুনরায় সংস্করণের দাবি স্থানীয়দের।
দেড় কিঃমিঃ রাস্তার জন্য ভোগান্তির শিকার হাজারো মানুষ। প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এই রাস্তা দিয়ে, মৌগ্রাম,রাতাল,জিয়াপাড়া,বড়পুকুড়িয়া,আগমুরশন,ধুরশন সহ অনন্য এলাকার জনগণ গুরত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। কিন্তুু বৃষ্টি হলেই এ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কৃষকরা তাদের পণ্য সরবরাহ করতে পারে না। ভ্যানসহ কোনো যানবাহন চলাচল করতে পারে না। প্রতিনিয়ত এই রাস্তা ঘটে দূর্ঘটনা রাস্তাটি বেহাল হওয়ার কারনে। আশেপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের দুর্ভোগে পরিনত হয়েছে এ রাস্তা।
স্থানীয় এক ভ্যান চালক জানান,
আমরা ভ্যানে ধান হাটে নিয়ে যেতে খুবি কষ্টকর হয়। জনসাধারণের চলাচলের সুবিধার্তে একটি কালভার্ট ছিলো তাহা ভেঙ্গে যাওয়ার পরে সেই স্থানে নিজ অর্থায়নে ইট, বালু সিমেন্ট এর ব্যবস্থা করেছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল জলিল।
পথচারীদের সাথে কথা হয়, তারা জানান উপজেলার বিভিন্ন রাস্তার উন্নয়ন হচ্ছে,
কিন্ত আমাদের দেড় কিঃ মিঃ রাস্তা পাকা হওয়ার পড়েও আমরা হতাশাজনক অবস্থায় আছি।
আমরা ঘরের খাবার চাইনা আমরা চাই এই রাস্তা পুনরায় পাকাকরণ।এজন্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সুদৃষ্টি কামনা করেছে জনসাধারণ।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আঃ জলিল বলেন, আমার নিজ অর্থায়নে কিছু রাবিশ দিয়েছিলাম জনগণের চলাচলের জন্য, আসলেই এই রাস্তার অবস্থা খুবি বেহাল।
এই রাস্তাটি পুনরায় সংস্করণ পাকা হলে এলাকার হাজার হাজার মানুষের উপকার হবে।