সেলিম চৌধুরী বিশেষ প্রতিনিধিঃ-
বেসরকারি কারা পরিদর্শক ও সাবেক ছাত্রনেতা আবদুল হান্নান লিটন বলেছেন, পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে কোন মাদক বেপারির স্থান হবে না। সে যেই হউক তাকে জনগণের সহযোগিতায় পুলিশের কাছে সোর্পদ করা হবে। দেশরত্ম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যানের জন্য কাজ করছেন। তার ধারাবাহিকতায় পটিয়ার এমপি ও হুইপ সামশুল হক চৌধুরী পটিয়াতে ব্যাপক উন্নয়ন কাজ করছেন। আগামীতে পটিয়ার খরনায় দৃশ্যমান উন্নয়ন করা হবে। গত ৭ আগস্ট শনিবার করোনা ভাইরাস মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে পটিয়া থানা আয়োজিত বিট পুলিশের এক সভায় প্রধান অতিথির বক্তব্য আবদুল হান্নান লিটন উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন চৌধুরী, খরনা বাজার কমিটির পক্ষে আবদুল আজিজ, পটিয়া থানার পক্ষে এ এসআই ওমর ফারুক, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য লাকি দাশ,সখিনা ইয়াসমিন, যুবলীগ নেতা রনি চৌধুরী, শাপলা কুড়ি আসরের সভাপতি আসিফ মাইনুউদ্দিন চৌধুরী, মোরশেদ আলম,আসাদুল ইসলাম চৌধুরী ফাহিম, মোহাম্মদ হাফেজ, মোহাম্মদ ইমন প্রমুখ। তিনি সকলকে টিকা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।