
সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টারঃ
কু্ষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সহ সভাপতি প্রয়াত সাংবাদিক ফারুক আহমেদ পিনুর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কেপিসির পিনু-খোকন মিলনায়তন ( ৮ আগস্ট) বাদ আছর
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রয়াত সাংবাদিক ফারুক আহমেদ পিনুর জীবন ও কর্ম তুলে ধরেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আলহাজ্ব কবি রাশেদুল ইসলাম বিপ্লব।এবং দোয়া পরিচালনা করেন অত্র প্রেসক্লাবের ধর্মীয় সম্পাদক হাফেজ মাওলানা সাইফ উদ্দীন আল-আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন [বিএফইউজে] কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদ হাসান, ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালমান শাহারিয়ার রাজু, সাংগঠনিক সম্পাদক চাঁদ আলী ও রাকিবুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক এস.এম সুমন,তথ্য ও গবেষণা সম্পাদক সুমন মাহমুদ, কেপিসির সদস্য আব্দুল মান্নান, এসএম ওলিদুজ্জামান শুভ, আখতারুন্নবী মনা, জান্নাতুল ফেরদৌস, ফজলুল করিম টুটুল, আসিফ মাহমুদ রাফি, রুবেল রানা, আব্দুল্লাহ আল হাসান, নাজমূল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সহ-সভাপতি ফারুক আহমেদ পিনু ২০১৭ সালের আজকের এই দিনে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। সাংবাদিক পিনু ও খোকনের স্মৃতি ধরে রাখার জন্য আজীবন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির মিলনায়তনের নাম করন করা হয়েছে পিনু-খোকন স্মৃতি মিলনায়তন। তাদের আদর্শ ও সাংবাদিকতার দর্শন নতুন সাংবাদিকদের উজ্জীবিত করবে।

Reporter Name 


















