রাজু আহম্মেদ।।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৮/০৮/২০২১ ইং তারিখ রাত্রি ০৯.০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ৮নং বিনোদপুর ইউনিয়নের একবরপুর পাঁকাটোলা গ্রামস্থ জনৈক মোঃ শরিফুল ইসলাম (৩৮), পিতা-আফসার হোসেন এর বাড়ী সংলগ্ন মনাকষা বাজার হইতে কালীগঞ্জ গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে, ৮,৪২৮ (আট হাজার চারশত আটাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, মোবাইল সেট-০১টি, সীমকার্ড-০২টি এবং মেমোরী কার্ড-০১টি এবং নগদ-১০০০/- (এক হাজার) টাকা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ ওয়াসিম (১৯), পিতা-মোঃ সামায়ুন ইসলাম@বিয়ন, মাতা-মোছাঃ, ওয়াজেমা বেগম, সাং-জগন্নাথপুর ডাগাটোলা ইউপি-মনাকষা, থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
মাদক-মুক্ত সমাজ গড়ুন।