কুমিল্লায়_পবিত্র_মসজিদ_প্রাঙ্গণে_লাইকি_ভিডিও_করা_ইয়াছিন_গ্রেফতার
স্টাফ রিপোর্টার : মোঃ ইকবাল মোরশেদঃ
তথ্য প্রযুক্তির যুগ। তরুণদের হাত ধরেই এ প্রযুক্তির বিকাশ ও প্রকাশ। একটি বিষয় ক্রমশ সকলকে ভাবিয়ে তুলছে তথ্যপ্রযুক্তির অপব্যবহারের মাত্রা দিন দিন বেড়ে চলছে।
লাইক, ফলোয়ারের সংখ্যা বাড়াতে গিয়ে বিভিন্ন ভিডিও বানাচ্ছে তরুণ সমাজ।
অনেকক্ষেত্রে হারিয়ে ফেলছে মাত্রা জ্ঞান ,আইনের সীমা। এমনই একটি ঘটনা
ঘটে যায় কুমিল্লা জেলার দাউদকান্দিতে।
এ সংবাদ সম্মেলনটি হতে পারত তথ্যপ্রযুক্তি খাতে এক তরুণের বিস্ময়কর সাফল্য বর্ণনা করে। কিন্তু কিন্তু সংবাদ সম্মেলনটি করতে হয়েছে একটি নেতিবাচক ঘটনাকে নিয়ে।
সকল তরুণদের সঠিক পথে পরিচালিত করার জন্য আমাদের সকলকেই কাজ করতে হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category