রাজু আহম্মেদ।।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাদিনগর গ্রামের বীরমুক্তিযোদ্ধা সেতাব উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ……রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌর কেন্দ্রীয় গোরস্থানে মরহুমের নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এর আগে ভোর সোয়া তিনটার তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নি :শ^াস ত্যাগ করেন।
জানাযায় অংশ নেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সনু, ডেপুটি কমান্ডার তরিকুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মান্নানসহ বীরমুক্তিযোদ্ধা এবং মুসল্লিলা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।