মোঃ মোজাম্মেল হোসেন বাবু
রাজশাহীঃ
রাজশাহীতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামী হলো রাজশাহী জেলার গোদাগাড়ী থানার নিমতলা গ্রামের মৃত আরসাদ আলীর ছেলে মোঃ জামরুল হোসেন(২৪)।
ঘটনা সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই মোঃ আশরাফুল ইসলাম ও তাঁর টিম গত ০৮ আগস্ট ২০২১ রাত ১১.০৫ টায় মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় দুই ব্যাক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
ডিবি পুলিশের ঐ টিম রাত ১১.১৫ টায় ঘটনাস্থলে পৌঁছে মোঃ জামরুল হোসেন গ্রেফতার করে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরজন পালিয়ে যায়। পলাতক আসামীর বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে। এসময় জামরুলের কাছে থেকে হতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।