এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃঃ
৯ আগস্ট ২০২১ সোমবার আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে যশোর বেনাপোল উত্তরপাড়ায় গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ হায়দার আলী (৫৮), নামে একজন মাদক ব্যবসায়ীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে মাদক দ্রব্যসহ আটক করেন। আটককৃত হায়দার আলী ওই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে বলে জানা যায়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার, আমাদের এ প্রতিনিধিকে বলেন, ৯ আগস্ট সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদক ব্যবসায়ী হায়দার আলীর নিজের বাড়িতে মাদক দ্রব্য রাখা আছে। এসময় গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্য এএসআই শাহীনূর রহমান, এএসআই এসএম ফুরকানের, সমন্বয়ে একটা চৌকস টিম সেখানে অভিযান পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়। (ডিবি) পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ নিজ বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করেন। আটককৃত হায়দার আলী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য ব্যবসা করে আসছে। সে ওই এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পরিচিত। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।