

মোঃ এনামুল হক গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার ভোর ৪ টার দিকে জাকির নামের এক ব্যক্তিকে আটক করেন এলাকাবাসী। এরকম আরো ঘটনা এ এলাকায় ঘটেছে বলে জানা যায়।
চন্নাপাড়া মাদরাসার পাশে দুটি কবর ছিল একটি কবর ৪ মাস আগের আর একটি আনুমানিক ৩ থেকে ৪ বছরের। দুটি কবরের কঙ্কাল উঠিয়ে ফেলে ব্যাগে ভরে ফেলার আগেই ধরা পড়ে।
আটককৃত চোর জাকির হোসেন, বাড়ি সুনামগঞ্জের তাহের পুরে। পৌর এলাকায় আনসার রোডে বাসা ভাড়া নিয়ে থাকতো দিনে গার্মেন্টসে চাকরী আর রাতে করতো কঙ্কাল চুরি করে । এর আগে একই এলাকাই সে মোট ৫ টি কঙ্কাল চুরি করে। তার আরো ২ সহযোগী রাজন ও তাহের, বাড়ি শেরপুর ময়মনসিংহ।
৩ জন ই ভাড়া থাকতো আনসার রোডের আলাউদ্দিন হাজীর বাসায়।
চোর জাকির হোসেন এর কাছ থেকে জানা যায় অভাবের কারণে কঙ্কাল চুরি করতো। এবং ৩ টি কঙ্কাল তুলতে পারলে পেতো ৫০০০ হাজার টাকা।
গ্রামবাসী এ ঘটনায় চোরের দৃষ্টান্তমুলক শাস্তি চান যাতে এরকম কাজ আর কেও না করে।
শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।