আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ আগষ্ট) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল প্রমূখ। এই সভায় মধুপুরের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ওই সভায় ১৫ আগস্ট উদযাপনের কর্মসূচীগুলো নির্ধারণ করা হয়।
অপরদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে মধুপুর উপজেলা আওয়ামী লীগ পৃথকভাবে প্রস্ততি সভা করে। আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার শফিউদ্দিন মনি সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন সহসভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।