

সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-
চট্টগ্রামের পটিয়ায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (পটিয়া খ সার্কেল) অভিযান চালিয়ে দুইজন ইয়াবা পাচারকারী নারী ইসমত আরা?২৪)রোজিনা আক্তার(২০) কে তিন হাজার পিস ইয়াবা গ্রেপ্তার করেছে। সুএে জানাযায়,১১ আগষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানাধীন পটিয়া হাসপাতাল রোড় এলাকায় দুই জন নারী মিয়ানমার রোহিঙ্গা নাগরিককে চট্টগ্রাম শহরে পাচারকালে ৩,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুই টি মাদক মামলা দায়ের করা হয়। তারা ইতোপূর্বেও ইয়াবা পাচার করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে। আসামী (১) ইসমত আরা (২৪), স্বামীঃ আমির নুর, পিতাঃ নুর মোহাম্মদ, মাতাঃ মোস্তফা বেগম, সাংঃ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১, ব্লক নং -সি/০১, শেড নং-১৪১৫৫৩, হেড মাঝিঃ মোহাম্মদ উল্ল্যাহ, সাইড মাঝিঃ জহির উদ্দিন, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার। এবং
আসামী (২) রোজিনা আক্তার (২০), স্বামীঃ ইসহাক মিয়া প্রঃ ইছা, সাংঃ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০১, ব্লক -জি/০১, রেশন কার্ড নং-২৩, হেড মাঝিঃ মোহাম্মদ উল্ল্যাহ, সাইড মাঝিঃ মোহাম্মদ আলম, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার। তাদের প্রতি জনকে ১,৫০০ পিস ইয়াবাসহ সকাল প্রায় ১০ঃ০০ ঘটিকায় গ্রেফতার করে পটিয়া থানায় মামলা দায়ের করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।