স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বপ্নের ফুলবাড়ী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্দ্যেগে অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।
১১ আগষ্ট ২০২১ (বুধবার) উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ৩ নাং ওর্য়াড রাবাইতারী গ্রামের অসহায় সোফেয়া বেগম এর বাড়ীতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। সংগঠনটির সভাপতি মোঃ রুহুল আমিন লিটন ও সংগঠনটির দপ্তর সম্পাদক মোঃ রশিদুল ইসলাম নিজে গিয়ে স্বপ্নের ফুলবাড়ী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের পক্ষ থেকে উপহার সামগ্রী দিয়ে আসেন।
এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আজিজুল হক নাজমুলের সাথে কথা বললে তিনি বলেন, আমাদের এই সংগঠন একটি অরাজনৈতিক স্বেচ্চাসেবী সংগঠন। আমাদের সংগঠনটি সবসময় জনকল্যাণ ও সেবামূলক কাজে নিয়জিত থাকবে। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সাধ্যমত অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। সকলে সহযোগীতায় আগামীদিনেও আমাদের পক্ষ থেকে জনকল্যাণ ও সেবামূলক কাজের ধারাবাহিকতা চলমান থাকবে ইনশআল্লা।