হাটহাজারীতে ফ্রেন্ডশীপ অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে


আসলাম পারভেজ, হাটহাজারী★★
আগামী শুত্রু ও শনিবার সকাল ৯ টায় হাটহাজারী উপজেলার পৌরএলাকার কড়িয়ার দিঘীর পাড় ফটিকা রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জম জমাট ফ্রেন্ডশীপ অলিম্পিক ফুটবল টুণার্মেন্ট শুরু হবে। এতে সর্বমোট ৬ টি শত্তিশালি দল অংশগ্রহন করবেন। দল গুলো হলো, এস এস সুপার ষ্টোর,প্যারেন্টস ফিলিং ষ্টেশন, এ আর ডিজাইন গ্যালারি,দুবাই জিপসাম, হামজা এগ্রো ফার্ম ও নিউ দুল এই ছয়টি দলের মধ্যে বেশ জম জমাট খেলা হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category