
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই সুমন ওরফে সুনু মিয়া (২৮) নিহত হয়েছেন।
উপজেলার আঁচারগাও ইউনিয়নের পুরহরি গ্রামে মঙ্গলবার (১০ আগস্ট) রাত ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, টাকার জন্য বাবা আব্দুস সাত্তারের ওপর কোদাল দিয়ে আঘাত করছিল বড় ছেলে সুমন ওরফে সুনু মিয়া। এতে বাবা ক্ষত-বিক্ষত হন। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে চিৎকার দেয় মেয়ে। চিৎকার শুনে ছোট ভাই রিফাত(১৬) বাবাকে বাঁচাতে ছুটে আসে। এসময় বড় ভাইকে লাঠি দিয়ে আঘাত করে রিফাত। এতে মাটিতে পড়ে যান সুনু। পরে আহত বাবা এবং ছেলেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় সুনুর। আবদুস সাত্তারের অবস্থাও শঙ্কটাপন্ন বলে জানা গেছে।
নিহত সুনু মিয়া মাদকাসক্ত বলে দাবি করেছে পরিবারের সদস্য এবং স্থানীয়রা। মাদকের টাকা না দেওয়ার এ ঘটনা ঘটে বলেও জানায় তারা।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিহত সুনু মিয়া মানসিক রোগী ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।