আবুল আতা মামুন:
পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে আজ বুধবার বিকালে জেলা সদরের হিজুলি সড়কের দু’পাশে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের পরিচালক ও নারী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক নিলুফার ইয়াসমিন রুপা। এ সময় সড়কের দু’পাশে জুড়ে কয়েকশো গাছের চারা রোপণ করা হয়।
বর্ষা মৌসুম কে সামনে রেখে আগামীতে মেহেরপুরের বিভিন্ন অঞ্চলে সবুজ আন্দোলনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
কর্মসূচিতে সবুজ আন্দোলনের উপজেলার সদস্য গন উপস্থিত ছিলেন।
নিলুফার ইয়াসমিন রুপা তার অনুভূতিতে বলেন, আমরা দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় নিয়ে কাজ করছি। ইতোমধ্যে সারা বাংলাদেশে ধারাবাহিকভাবে সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হচ্ছে। আমার জন্মস্থান যেহেতু মেহেরপুর। নিজ এলাকার দায়িত্ববোধ থেকেই ধারাবাহিক বৃক্ষরোপনের আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করা হলো। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে পূর্ণাঙ্গ মেহেরপুর জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।