এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
১২ আগস্ট ২০২১ বৃহস্পতিবার বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে যশোর পুলিশ সুুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের মিডিয়ার সার্বিক কার্যক্রম সঠিক ভাবে পালন করায়, কাজের স্বীকৃতি স্বরুপ পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম’র নির্দেশনায় পুলিশ মিডিয়াসেল যশোরের আর্থিক পুরস্কার লাভ করেছে।
পুলিশ মিডিয়াসেল যশোরের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার, পিপিএম সহ টিম মিডিয়াসেলের সদস্যদের হাতে পুরস্কারসহ নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জনাব সাইফুল ইসলাম, (অপরাধ ও প্রশাসন), যশোর, জনাব জাহাংগীর আলম, জেলা বিশেষ শাখা যশোর, জনাব বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” (সার্কেল) যশোর, জনাব মুনাদির হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), যশোর সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।