সোহেল রানা, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের জয়চন্ডী পুটিহাড়ি গ্রামে স্বাধীন আলীর পুকুর ঘর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৫জুয়ারিকে আটক করেছে নীলফামারী সদর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরাজী কুখাপাড়ার মৃত সূর্য রায়ের ছেলে মনরঞ্জন রায় (৩৫), বীরেন চন্দ্র রায়ের ছেলে তৈলক্ষ্য চন্দ্র (৩২), প্রথাচন্দ্র রায়ের ছেলে বিজয় চন্দ্র রায় (২৮),বীরেন চন্দ্র রায়ের ছেলে সত্য চন্দ্র রায় (৩৫),মৃত মহেশ চন্দ্র রায়ের ছেলে লালটু চন্দ্র রায় (৪০), কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এসময় জুয়ারিদের কাছ তাশ, চাঁন তাঁরা ও ডাবু খেলার সরঞ্জাম উদ্ধার করে।
জানা যায়, এই ৫জুয়ারি দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকার জুয়া খেলে। আর তারাই বিভিন্ন ভাবে মানুষকে জুয়া খেলতে প্ররোচনা যোগায়। পরিবারের লোকজন বাঁধা প্রদান করলে উল্টা তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করে এই জুয়ারিরা।
এ বিষয়ে নীলফামারী সদর থানার তদন্ত কর্মকর্তা মাহমুদ-উন-নবী বলেন, আমরা ৫জন পেশাদার জুয়ারিকে গভীর রাতে অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয়েছি। তারা প্রতিনিয়ত লাখ লাখ টাকা দিয়ে জুয়া খেলে থাকে। তাদের কাছ থেকে বেশ জুয়া খেলার সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা নং-০৭(০৮)২০২১ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরনসহ উদ্ধারকৃত আলামত সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত বিষয়সমুহ প্রক্রিয়াধীন রয়েছে।