

লেখা : দেবপ্রিয় প্রামানিক:
মৃত্যুগুলো বড় নাড়া দেয়!
একটি মানবশরীর থেকে মনুষ্যত্বের মৃত্যু,
একজন চিকিৎসকের শুশ্রূষা করার ইচ্ছার মৃত্যু,
যুগলের মধ্যে প্রেমের মৃত্যু।
মৃত্যুগুলো বড় নাড়া দেয়!
মানবজাতির মধ্যে বিশ্বাসের মৃত্যু,
ভাইয়ের মধ্যে সৌভ্রাতৃত্বের মৃত্যু,
আকাশ থেকে পাখির মৃত্যু,
হ্যাঁ, মৃত্যুগুলো বড় নাড়া দেয়!
পথের ধারে মৃত্যু,
হাসপাতালের মধ্যে মৃত্যু,
অ্যাম্বুলেন্সের ভিতরেই চিকিৎসার অপেক্ষায় মৃত্যু,
পদপৃষ্ঠ হয়ে মৃত্যু,
আদালতে করাঘাত করতে করতে,
অসহায় ন্যায়ভিক্ষুকের মৃত্যু,
গণতন্ত্রের জন্য মৃত্যু,
আজও মৃত্যুগুলো বড় নাড়া দেয়!
সত্যিই কি নাড়া দেয় এই মৃত্যু মিছিল?
জানিনা কেন গা সওয়া হয়ে গেছে এই মৃত্যু শব্দটা।
আর কি মনকে নাড়া দিচ্ছে না এই মৃত্যু মিছিল!
না হলে আওয়াজ কোথায় তুলছি!
বিদ্রোহ কেন হচ্ছে না!
জবাব কেন চাইছি না বিধাতার কাছে!
কেন বলছি না তোমার সৃষ্টি, তোমার ধরীত্রি,
কেন রক্ষা করতে ব্যর্থ তুমি,
কেন বার বার মৃত্যুদূত জিতছে?
কেন বার বার অশুভর জয় হচ্ছে?
তোমার হাতের খড়্গ কেন বজ্র হয়ে আছড়ে পরছে না!
অসুররা কেন পৃথিবীর শাসক আজ!
নাকি তুমিও অভ্যস্ত হয়ে গেছ মৃত্যু মিছিলে?
আজ অসহায়ের মৃত্যু বিধাতাকেও নাড়া দেয় না,
এটাই সত্য, এটাই ধর্ম, এটাই জানবো,
আর এটাকেই মানবো।