স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুরে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।পরে মুসল্লীদের তোপের মুখে কমিটি গঠন না করেই ফিরে যেতে হয়েছে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিসহ সংশ্লিষ্টদের।
শুক্রবার(১৩ আগস্ট)জুম্মার নামাজের পরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর কেন্দ্রীয় জামে মসজিদে এই ঘটনা ঘটে।
মসজিস কমিটির সভাপতি ইয়াকুব আলী সরকার বলেন, মসজিদ প্রতিষ্ঠা থেকে শুরু করে মসজিদের যত ধরনের উন্নয়ন হয়েছে সব গুলো আমরা করেছি।গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আজাহার হোসেন তালুকদার জোর পূর্বক আমাদের বর্তমান মসজিদ কমিটি ভেঙে দেয়ার ঘোষণা দিলে মসজিদের বেশিরভাগ মুসল্লী প্রতিবাদ করে। এতে করে উভয়পক্ষেই বাকবিতন্ডায় লিপ্ত হয়। পরবর্তীতে মসজিদের কমিটি গঠন না করে মুসল্লীদের তোপের মুখে পুলিশ সদস্যরা তাঁকে মসজিদ থেকে বেড় করে নিয়ে যান।
গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আজাহার হোসেন তালুকদার বলেন, সরকার দলীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ এবং মাদ্রাসা যেকোনো ধরনের অসঙ্গতি দূর করতে আমার দায়িত্ব রয়েছে। এর ধারাবাহিকতা মুসল্লীদের দাবির পরিপেক্ষিতে এই মসজিদের বর্তমান কমিটি ভেঙে দিয়ে আহবায়ক কমিটি গঠনের প্রস্তাব করি। এতে করে তারা ক্ষিপ্ত হয়।
শ্রীপুর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন বলেন, মসজিদে নামাজের পর কমিটি গঠনের আলোচনা শুরু হয়। এতে সামান্য কথা কাটাকাটি হয়েছে। পরবর্তীতে সকলকে বুঝিয়ে শান্ত করা হয়েছে। এবিষয়ে আলাপআলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই সালাউদ্দিন রাসেল বলেন, মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে একটি সংঘর্ষে ঘটনা ঘটার সম্ভবনা খবর আগেই আমাদের কাছে ছিলো। তাই দুপুর ১২ টা থেকে মসজিদে পাশে অবস্থান করছিলাম। এরপর নামাজ শেষে আলোচনা শুরুর সাথে সাথে দু’পক্ষই উত্তেজনা শুরু করলে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিকে মসজিদ থেকে নিয়ে চলে যায়। এরপর সকল মুসল্লীগণ মসজিদ থেকে বেড় হয়ে যায়।