সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-
জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরবর্তী বিধ্বস্থ বাংলাদেশকে উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, ঠিক সেই মুহুর্তে দেশী-বিদেশী ও আন্তজাতিক
ষড়যন্ত্রের মাধ্যমে স্বাধীনতার পরাজিত শক্তিরা ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে এদেশের অগ্রযাত্রাকে ধ্বংস করতে চেয়েছিল। সেই সাথে আওয়ামীলীগসহ বাংলাদেশকে বাংলার মাটি থেকে মুছে ফেলার চেষ্টা চালিয়ে ছিল। বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সুদক্ষ নেতৃত্বে আওয়ামীলীগকে সুসংগঠিত করে বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেলের পরিণত করেছে সেই ধারাবাহিকতায় গত ১৩ বছরে পটিয়ায় ব্যাপক উন্নয়ন
সাধিত হয়েছে। কিন্তু আজ বঙ্গবন্ধু বেচেঁ থাকলে বাংলাদেশ সিঙ্গাপুরে পরিণত হতো। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা
বলেন। আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও দক্ষিণ ভূর্ষি ইউপি
চেয়ারম্যান মুহাম্মদ সেলিম। দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোরশেদুল হকের সভাপতিত্বে ও যুগ্ন
আহবায়ক রনধীর দে ও মো: রাসেল এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ যুগ্ন সম্পাদক আলমগীর খালেদ, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন আ’লীগ সভাপতি মিহির চক্রবর্তী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ন আহবায়ক ইমরান উদ্দিন বশির,
মাস্টার রিটন নাথ, আ’লীগ নেতা ইকবাল হোসেন, ওয়াহেদুল নুর মিন্টু, মনঞ্জুরুল ইসলাম, শাহ আলম খোকন, বিকাশ দে বাবু, আকবর হোসেন, ইউপি সদস্য জাহেদুল হক, আহমদ নুর সাগর, চন্দ্রনাথ দে, মাহাবুল আলম, অজিত দেবনাথ,কামাল উদ্দিন ভুলু, যুবলীগ নেতা হুমায়ন কবির, ইউনুছ, সাদ্দাম হোসেন,
উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাজমুল সাকের ছিদ্দিকী, কলেজ ছাত্রলীগ সভাপতি গিয়াস উদ্দিন সাব্বির, উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহবায়ক মো: সেলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মো: ইনতিশার ফাহিম, ছাত্রলীগ নেতা বিপ্লব দাশ অভি, রিন্টু, কাঞ্চন,
শিপলু, রিগ্যান, অনিক, রাসেল, ইমন, সুমন, জাবেদ প্রমুখ। এছাডাও পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। উল্লেখ্য আলোচনা সমাবেশে স্বাস্থ্যবিধি মেনে সহস্রাধিক লোকসমাগম হয়। এতে সকলকে মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান সম্পুর্ন হয়।হাজার হাজার মানুষের লোকসমাগম হলেও সুশৃঙ্খল ছিল আলোচনা সমাবেশ।