

সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-
চট্টগ্রামের পটিয়ায় পৌরভার ৩ নং ওয়ার্ড তালতলা চৌকি কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদের কার্যালয়ে গতকাল শুক্রবার রাত ৮ টায়। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্বায় উদযাপন করার লক্ষ্যে আ” লীগ নেতা, সাবেক ছাত্র নেতা ৩ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদের নেতৃত্বে ব্যাপক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়ছে।এ উপলক্ষে আ”লীগের প্রস্তুুতি সভায় আ” লীগ নেতা আবুল মনছুর ভুলুর সভাপতিত্বে ও বি এম নাজিম উদ্দিনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন,পটিয়ার পৌর আওয়ামী লীগের সহ সভাপতি জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী”র সমন্বয়কারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,পটিয়া উপজেলা ও সাবেক ছাত্রলীগ নেতা,এম, নাছির উদ্দিন (পদ্না) বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ব্যাংকার আহমদ নুর, রাজিব দাশ, প্রবাসী আবুল কালাম, নুরুল আলম কন্ট্রাকটর, সাবেক ছাত্রনেতা সোহেল ইমরান, হাজী শাহ আলম, সাইফুল ইসলাম, ছিদ্দিক আহমদ, হাজী সাইফুল ইসলাম, আবদুর রহমান মিয়া,হাসমত আলী,পৌর যুবলীগ যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমিরী,আনিসুল হক, নুরুল আবছার মুরাদ, ৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি তানভীর আলম দীপ্ত, সম্পাদক মুস্তাফিজুর রহমান, মামুনুল হক সোহেল, শ্রমিক লীগ নেতা জিল্লুর রহমান, পৌর ছাত্র লীগ নেতা জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক লীগ ৩ নং ওয়ার্ড সভাপতি তৌহিদুল ইসলাম ও সম্পাদক সোহেল, আবুল কালাম (বাটা), নজরুল ইসলাম, মামুনুর রশীদ, হারুনুর রশীদ, জাফর আলম, জামাল উদ্দিন, মোরশেদুজ্জমান আমিরী, জহির আহমেদ,মো রুবেল, নাঈম উদ্দিন মাষ্টার, জহুর আলম, খোরশেদুল আলম (খোকন)প্রমুখ।
এতে প্রধান অতিথি এম, নাছির উদ্দিন (পদ্না) বলছেন,শোকাবহ আগষ্ট কতো টুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত,,কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোই উদ্দিপ্ত,,কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য্য!! নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ!!আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি নাই চিৎকার! বুকের ব্যথা বুকে চাপায়ে ননিজেকে দিয়েছি ধিক্কার। স্বাধীনতা বিরোধী চক্র জাতির পিতাকে স্ব-পরিবারে শহীদ করে বিশ্বের ইতিহাসে যে কলংক জনক অধ্যায়ের সূচনা করে ছিলেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা তাদের কে দেশের প্রচলিত আইনে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে বাংলাদেশ কে কলংক মুক্ত করেছে। বর্তমানে বাদ বাকী খুনি যারা বিদেশে এখনোও পলাতক রয়েছে,বাকী খুনিদের কে দেশে ফিরিয়ে এনে ফাসিঁতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার জন্য জোর দাবি জানাচ্ছি।