র্যাব-৫, রাজশাহী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


রাজু আহম্মেদ।।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২ ,নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গত ১৩ আগষ্ট ২০২১ ইং তারিখ রাত্রি ২০:১৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন বিনোদপুর বাজারস্থ “আলী সুপারমার্কেট এর সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ,ইয়াবা ট্যাবলেট- ৫,২৮০ পিস, যার আনুমানিক মূল্য- ১৫,৮৪,০০০/- (পনের লক্ষ চুরাশি হাজার) টাকা, মোবাইল- ০১ টি সিমকার্ড- ০২ টি, মোমেরী কার্ড- ০১ টি, মোবাইল চার্জার- ০১ টি, মাদক বিক্রয়লব্ধ নগদ-৮০০/- টাকাসহ আসামী মোঃ আল আমিন (২৫), পিতা- মোঃ জাহাঙ্গীর আলম জোয়ার্দার, সাং- রহমানিয়া মহল্লা, থানা- লবনচরা, জেলা- খুলনাকে হাতেনাতে আটক করে।ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
মাদক-মুক্ত সমাজ গড়ুন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category