

মো:শাহিন,রূপগঞ্জ, প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকার পাগলীর কোলে আসে সদ্য জন্মানো ফুটফুটে পূত্র। এ যেন গোবরে পদ্ম ফুল। সদ্য জন্মানো সন্তানের পাশে দাঁড়ালেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান।
গত ১১ আগষ্ট রাতে জাঙ্গীর এলাকায় পূত্র সন্তানের জন্ম দেন মানসিক ভারসাম্মহীন এক নারী। কেউ তার নাম পরিচয় জানেনা। গত কিছু দিন পূর্বে স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী অফিসারকে জানান যে তাদের জাঙ্গীর এলাকায় এক পাগলী এসেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় পাগলী গর্ববতী। তখন থেকে তিনি স্থানীয় লোকজনের মাধ্যমে পাগলীর খোজ খবর রাখতেন। ১১ আগষ্ট রাতে জাঙ্গীর এলাকায় সন্তানের জন্ম দিলে স্থানীয়রা রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি ঘটনাসস্থল পরিদর্শন করে বাচ্চাটি দেখাশোনা করার দায়িত্ব নেন। গতকাল ১৪ আগষ্ট শনিবার এক নিসন্তন দম্পতি বাচ্চাটি দত্তক নেওয়ার জন্য লিখিত আবেদন করলে উপজেলা নির্বাহী অফিসার শর্তসাপেক্ষে তাদের হাতে বাচ্চাটি তুলে দেন। ওই দম্পতি বাচ্চাটির নামকরণ করেন আবু বক্কর।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা রিয়াজ উদ্দিন, অনির্বাণ ডিজেবল চাইল্ড স্কুল এর প্রতিষ্ঠাতা মোঃ সোহেল রানা, গোলাম শহিদুল ফয়সাল, সোহেল মিয়া, তাইজুল ইসলাম প্রমুখ।