মোঃ তরিকুল ইসলাম,মাগুরা প্রতিনিধি:
কোভিড-১৯ মহামারী কালীন সময়ে মাগুরার মহম্মদপুর উপজেলার অসহায় ও দুস্থ মোছাঃ সাজু বিবি কে সেলাই মেশিন প্রদান করেন ছাত্র ও যুব অধিকার পরিষদ মাগুরা জেলা শাখা। আজ শনিবার (১৪ আগষ্ট) দুপুরে মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালু কান্দি গ্রামের সাজু বিবিকে এই সেলাই মেশিন প্রদান করেন। সাজু বিবি পরিবারে বসবাস করেন মৃত ছেলের বউ ও এক মাত্র কন্যা সন্তান করোনায় কর্মহীন হয়ে পরায় আত্মকর্মসংস্থান এর জন্য বৃদ্ধার নাতনিকে সেলাই মেশিনের কাজ শেখান এবং একটি সেলাই মেশিন প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে মেলাই মেশিন বিতরণ করেন মাগুরা যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ডাঃ জামালউদ্দিন, মোঃ হাবিবুর রহমান ও ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি রিপন শিকদার সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
এ বিষয়ে কথা বলতে চাইলে, বাংলাদেশ যুব অধিকার পরিষদের আহবায়ক ইমদাদুল হক, সদস্য সচিব ওবায়দুল্লাহ বিন হাফিজার ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, আপনারা সকলেই অবগত যে সারা পৃথিবীর মতো বাংলাদেশেও কোভিড-১৯ মহামারী আকার ধারণ করেছে। হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে, মৃত্যুবরণ করেছেন। এই অবস্থায় বাংলাদেশে যারা নিম্ন আয়ের মানুষ তারা বেকার হয়ে পড়েছেন। এই সময়ে ডাকসু ভিপি নুরুল হক নুরের নির্দেশে সারা দেশের ন্যায়, বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ মাগুরা জেলা, বিভিন্ন ভাবে হতদরিদ্রের সাহায্য করে আসছে। তাঁরই ধারাবাহিকতায় অসহায় হতদরিদ্র সাজু বিবির পরিবার সেলাই মেশিন উপহার দেওয়া হয়।
এলাকার বৃদ্ধা কাসেম আলি বলেন, এইসময়ে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের পক্ষথেকে দুঃস্থ ও অসহায় এই মহিলাকে সেলাই মেশিন দিয়ে সহযোগিতা করেছে। এ জন্য সংশ্লিষ্ট সকলকে আমি সহ এলাকাবাসী পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এ ধরণের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে এই প্রত্যাশা করছি।
উল্লেখ্য, যে অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে এই সময় সাজু বিবি প্রতিবেদককে জানিয়েছেন, করোনাকালে তারা খুবই মানবেতর জীবনযাপন করে আসছিলেন। এই সেলাই মেশিন পাওয়াতে তারা এখন নিজেরাই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন।