এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
১৪ আগস্ট ২০২১ শনিবার সকাল ৮টার দিকে যশোর শহরে বিমান অফিস পাড়া এলাকার ডাঃ আঃ সালাম ওরফে সেলিম (৫৫), নামে একজন যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। যশোর শহরতলীর নওদাগাঁয়ের সুলতান আহমেদের ছেলে বলে জানা যায়।
যশোর শহরে ডাঃ আঃ সালাম ওরফে সেলিম শহরের বিমান অফিস পাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জানা যায়। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ আহমেদ তারেক (শামস), একই বিভাগের ডাঃ শাহিনুর রহমান সোহানের, উদ্ধৃতি দিয়ে জানান, সকাল ৯ টার দিকে ডাঃ আঃ সেলিমের মৃতদেহ হাসপাতালে আনা হয়।
ডাঃ সেলিমের স্ত্রী মনিরা, বেগম সাংবাদিকদের জানিয়েছেন, সকালে তিনি রান্না করছিলেন। ওই সময় ডাঃ আঃ সেলিম, ঘরের কার্নিশে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ৩ মাস ধরে ডাঃ আঃ সেলিম, মানসিক ভাবে অসুস্থ ছিলেন। সম্প্রতি তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে বগুড়ায় বদলি করা হয়। তিনি সেখানে যেতে চাননি। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন ডাঃ আঃ সেলিমের স্ত্রী।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আখতারুজ্জামান বলেন, এটি খুবই দুঃখ জনক ঘটনা। আমি তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, বদলি জনিত কারণে ডাঃ আঃ সেলিম, খুব পেরেশানিতে ছিলেন। অন্য একজন মনোরোগ বিশেষজ্ঞের অধীনে তিনি চিকিৎসাও নিচ্ছিলেন। অনেকটা ভালো ছিলেন। গতকালও তিনি স্থানীয় একটি ক্লিনিকে বেশ কয়েক জন রোগী দেখেছেন বলে তার স্ত্রী আমাকে জানিয়েছেন। মৃত্যুদেহ ময়না তদন্তের জন্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।