স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগ নেতা মো. মাহিম সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মোলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগ নেতা মাহিম উপজেলার মাওনা গ্রামের মো. আবুল বাসারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক।
উপজেলা ছাত্রলীগ ও সাধারণ ব্যাবসায়ীর ব্যানারে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব।
মানববন্ধনে ছাত্রলীগ নেতারা বলেন, ব্যাবসায়ীক দ্বন্দ্বে ষড়যন্ত্রের শিকার হয়ে মাহিমকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা মামলার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচারসহ ছাত্রলীগ নেতার মুক্তি দাবি করেন।
প্রসঙ্গ গত বুধবার ১১ আগস্ট রাতে র্যাব-১ গাজীপুর অভিযান চালিয়ে উপজেলার এমসি বাজার থেকে তাঁকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ডাকাতি মামলা করেছে।