টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
আব্দুস সোবাহান মিঠু:
নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে ।
রবিবার (১৫ আগস্ট) সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পুস্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলায় আলোচনা সভার আয়োজন করা হয়। শেখ মজিবুর রহমানের রুহের মাখফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সঞ্জতি কুমার রায় প্রতিকৃতিতে পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করেন।
এরপরই জেলা আওয়ামী লীগ, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল প্রেসক্লাব, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category