এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
১৫ আগস্ট ২০২১ রবিবার যশোর জেলা কৃৃষক লীগের নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে। এ উপলক্ষে দিনের শুরুতে শোক র্যালি নিয়ে শহরের বকুল তলায় বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্হিত ছিলেন বাংলাদেশ কৃৃষক লীগের কেন্দ্রীয় কমিটির পানি সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ আলহাজ্ব আব্দুর রাশেদ খান, যশোর জেলা কৃৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট শামছুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোশারফ হোসেন, সহ সভাপতি এ্যাডভোকেট বাহউদ্দিন, মনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মনির হোসেন, আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোরাপ হোসেন, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক হাফিজুর রহমানসহ, দপ্তর সম্পাদক কামরুজ্জামান মিলন, মহিলা বিষয়ক সম্পাদিকা সামিমা সুলতানা, সদর উপজেলা কৃৃষক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক সেলিম রেজা লেন্টু, পৌর কৃৃষক লীগের সাধারন সম্পাদক আবু সাইদ বাবু প্রমুখ।
যশোর পালবাড়ী মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে রান্নাকরা খাবার বিতরন করেন।