এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
১৫ আগস্ট ২০২১ রবিবার খুলনায় গত ২৪ ঘন্টায় ৩টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ১৪ আগস্ট শনিবার সকাল ৮টা থেকে ১৫ আগস্ট রবিবার সকাল ৮টা পর্যন্ত। তাদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৫জন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ২জন, ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১জন মারা গেছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডাঃ সুহাস রঞ্জন হালদার, গণমাধ্যমকে জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৫জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯৯ জন। তাদের মধ্যে রেড জোনে ৪০ জন, ইয়ালো জোনে ২৮ জন, আইসিইউতে ২০ জন, এবং এইচডিইউতে ১১ জন আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ২জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৩১ জন।
গাজী মেডিকেল হাসপাতালের ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ১জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে ৩৩ জন বলে জানা গেছে।