
শরিফ সিকদার,কাপাসিয়াঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ,করোনার ঔষধ, খাদ্য, দুস্থদের মাঝে খাবার ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে ।
রোববার (১৫ আগষ্ট) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কাপাসিয়া থানা পুলিশ , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ,উপজেলা স্কাউট, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা সমবায় , কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা , উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রুবাইয়া ইয়াসমিন , কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলম চাঁদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান মিয়া , সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হারুন-অর-রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মারজিয়া সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মোর্শেদ মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউর রহমান জোয়ার্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল, বৃক্ষরোপণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা”র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমানত হোসেন খান।
আরো উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার ভূমি রুবাইয়া ইয়াসমিন মহিলা ভাইস চেয়ারম্যান রোশনারা সরকার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশিদুজ্জামান মিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হারুন-অর-রশিদ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কাপাসিয়া উপজেলার পরিষদ চেয়ারম্যান এড মো আমানত হোসেন খান বিকেলে জেলা পরিষদের ডাক বাংলো (কাপাসিয়া) থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সভা আলোচনা সভা ও দোয়া মাহফিল, করেন স্থানীয় সংসদ সদস্য পক্ষে ও উপজেলা আওয়ামী লীগ , উপজেলা যুবলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রদ্ধা নিবেদন করে । করে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।