শরিফ সিকদার, কাপাসিয়া থেকেঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা ও সংসদ সদস্য সিমিন হোসেন রিমির নির্দেশনা মোতাবেক কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউপি চেয়ারম্যান আইয়ুব রহমান সিকদার তরগাঁও ইউনিয়ন করোনায় আক্রান্ত ৯টি ওয়ার্ডের ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে।
আজ বেলা ১১ টায় স্হানীয় আওয়ামী দলীয় কার্যালয় থেকে চাল,ডাল,লবন, আলু, পিয়াজ ও চিনিসহ প্যাকেট বিতরণ করা হয়েছে।
তরগাঁও ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আইয়ুব রহমান সিকদার, সাধারণ সম্পাদক শাহ আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা গনি ফকির, কামাল হোসেন, মাহামুদুর হাসান সোহেল, দুলাল মাস্টার, ফজলুল হক মাস্টার, আমান উল্লাহ মাস্টার , জয়নাল আবেদীন, তুহিন সিকদার উপস্থিত ছিলেন। তাছাড়া ৯ টি ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষ গাছের চারা বিতরণ করা হয়।