মোঃ আকাশউজ্জামান শেখ।
রামপাল ,মোংলা প্রতিনিধিঃ
রামপালে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পালিত হলো জাতীয় শোক দিবস ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,, কৃষকলীগ,সহ আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ সংগঠন ।
স্বাস্থ্যবিধী মেনে সকালে বাগেরহাট জেলার রামপাল উপজেলার , রামপাল সদরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রামপাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব শেখ আব্দুল ওহাব, উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ।
তারপর তার উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করেন সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ । এখানে বক্তব্য রাখেন রামপাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব শেখ আব্দুল ওহাব, উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক রিপন সহ আরও অনেকে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনী নিয়ে আলোচনা করেন । তারা সকল পর্যায়ের নেতা কর্মীদের বলেন জাতির পিতার আদার্শে আদর্শীত হয়ে কাজ করতে হবে। এই দেশকে এগিয়ে নিতে যেতে হবে সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে হবে।
১৫ ই আগষ্ট রাতে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয় ।।