সেলিম চৌধুরী ষ্টাফ রিপোর্টারঃ-
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটিয়া আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন উদ্যোগে উপজেলাচত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকেলে আলোচনা সভা শেষেবঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এক শোক র্যালী
পটিয়া সদর প্রদক্ষিণ করেন। র্যালীতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবলীগেরযুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।র্যালী পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর পটিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন আহমেদ। প্রধান বক্তা
ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুবুর রহমান, হুমায়ুন কবির রাশেদ, মোঃ আলমগীর, মুক্তিযোদ্ধা ইসহাক, নাছির
উদ্দিন, এটিএম শাহজাহান, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ, সাহাব উদ্দিন, ডি এম জমির উদ্দিন, সোহেল ইমরান, মোঃ সাইফু, সাবেক কাউন্সিলর আবদুল খালেক, আ’লীগ নেতা জসিম উদ্দিন, শাহজাহান চৌধুরী, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, আবু ছৈয়দ, সাইফুল ইসলাম,, কামরুল হাসান মল্ল, ফজল দৌলতী, কাজী মামুন, শ্রমিক নেতা খোরশেদ, যুবলীগ নেতা সুজন বড়ুয়া, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আবদুল কাদের, জয়নাল আবেদীন ফরহাদ, আজিজুল হক মানিক, সাইফুল ইসলাম সাইফু, রনি বড়ুয়া, হাসান শরীফ, সিদ্ধার্ত বড়ুয়া, তৌহিদুল আলম জুয়েল, সাহাবুদ্দীন
সাদি, সাইফুদ্দীন ভোলা, উজ্জ্বল ঘোষ, আমিনুল ইসলাম, মোঃ করিম, মোঃ সাইফু,
সাইফুল ইসলাম জুয়েল, দিহান চৌধুরী, মোঃ হান্নান, মোঃ মণি, ছোটন আর্চায্য,
হুমায়ুন কবির আসাদ, বাদশা মিয়া, পটিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির
সদস্য সাজ্জাদ হোসাইন, কাজী সায়েম, মোঃ রাফি সহ পটিয়া উপজেলা আওয়ামী
যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম বলেন, ইতিহাসের এক মহানায়কের নাম
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, যার ডাকে সাড়ে সাত কোটি বাঙ্গালি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার যুদ্ধ ঝাপিয়ে পড়েছিল। স্বাধীনতার পর একটি বিধ্বস্ত দেশ গঠনে বঙ্গবন্ধুর রাষ্ট্র পরিচালনা ছিল অনন্য, মাত্র ২ বছরের মাথায়
বাংলাদেশের জিডিপি গড় প্রবৃদ্ধি হয়েছিল ৯শতাংশ, যা বাংলাদেশের ৫০বছরের
ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। ৭৫ সালের ১৫ আগষ্ট ইতিহাসের নির্মম হত্যাকান্ডের মাধ্যেমে ঘাতকেরা স্ব পরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে কলঙ্কিতকরেছেন বাঙ্গালী জাতিকে। সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি, এবং তরুণ ও যুব সমাজ বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সোনার বাংলা বিনির্মানে
ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান।