এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
১৫ আগস্ট ২০২১ রবিবার জাতীয় শোক দিবসে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোল্লা আমির হোসেন।
যশোরে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তৃতা চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাৎক্ষণিক তাকে সর্বপ্রথম যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক থাকায় তাকে খুলনায় রেফার করা হয়। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, তিনি বর্তমানে খুলনা সিটি মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র আমাদের এ প্রতিনিধিকে বলেন, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য প্রায় শেষের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হার্টবিট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।