নান্দাইলে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই


নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইলে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউপির ভাটি গোরস্থান বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি ইলেকট্রনিক দোকান থেকে আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্থরা হলেন, মোসলেম উদ্দিন (ফার্মেসি),রুহুল আমিন (মনিহারী দোকান),সাহেদ আলী (ইলেকট্রনিক দোকান)। ক্ষতিগ্রস্থরা জানান, এতে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিস টিম লিডার আ.মালেক বলেন,খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। যথাসময়ে আগুণ নিয়ন্ত্রণ করতে না পারলে সম্পু্র্ন বাজারে আগুন ছড়িয়ে পরতে পারতো।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category