

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
১৫ আগস্ট ২০২১ রবিবার যশোরের বর্ডার গার্ড স্কুলে গরীব-দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল মসিউর রহমান, এনডিসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, যশোর।
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ান) দেশের সীমান্তবর্তী অঞ্চলের অসহায় ও গরীব-দুস্থদের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এ ছাড়াও সীমান্তবর্তী এলাকায় মোট ৪ (শত) পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়। যশোর রিজিয়নের অর্ন্তগত সকল ব্যাটালিয়নের পক্ষ থেকে ২ (হাজার) পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে – চাউল, ডাউল, তৈল, আটা, লবন ও সাবান।
যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ: সেলিম রেজা আমাদের এ প্রতিনিধিকে বলেন, আমরা বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ব্যাটেলিয়ানে কোরআন তেলাওয়াত করা হয়েছে। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত অঞ্চলে ২ (হাজার) দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন।