মোঃ ফরহাদ মিয়া,মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত করেছেন কৃষক লীগের নেতাকর্মীরা।
গত রোববার মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারীতে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্দি দাসের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কৃষক লীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, মহাকালি ইউনিয়নের সভাপতি হানিফ সিকদার, মহাকালি ইউনিয়নের সাধারণ সম্পাদক আঃ রহমান,পঞ্চসা ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার খান, রামপাল ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন,বজ্রযোগিনী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সদস্য আব্দুল কাদের, হাফিজুর রহমান, হানিফ মিয়া,আনোয়ার হোসেন প্রমুখ।