

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
১৫ আগষ্ট ২০২১ রবিবার বিকাল ৫ টা ৩০ মিনিটের দিকে যশোরের বেনাপোলে গোয়েন্দা
শাখার (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩ কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে (ডিবি) পুলিশের সদস্যরা। বেনাপোল-ডিগ্রী কলেজের সামনে ও পুটখালী খোলসী বাজারে অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্যসহ তাদের আটক করেন, যশোর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা। বেনাপোল ডিগ্রী কলেজের সামনে অভিযান চালিয়ে আব্দুল্লাহ ওরফে আব্দুল (২৫), নামের একজন মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটক আব্দুল বেনাপোল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে বেনাপোল ৪ নং ঘিবা এলাকার নুরুল ইসলামের ছেলে বলে জানা যায়।
অপর এক অভিযানে গোয়েন্দা পুলিশের সদস্যরা বেনাপোল পুটখালী খোলসী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন, খোলসী রাজগঞ্জ এলাকার মহাসিন আলীর ছেলে আজিজুল ইসলাম (২৬), ও একই এলাকার আব্দুল সামাদের ছেলে তারেক হোসেন (২১), তারাও ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
যশোর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার, আমাদের এ প্রতিনিধিকে বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও তারা মাদক দ্রব্যসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে এবং জেলও খেটেছেন অনেকবার। তারা আদালত থেকে জামিন পেয়ে আবার ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। রবিবার বিকেলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল ডিগ্রী কলেজের সামনে ও খলসি বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্যসহ তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান মাদক ব্যবসায়ীদের থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।