এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃঃ
১৬ আগস্ট ২০২১ সোমবার সকালে সাতক্ষীরায় বাসের ধাক্কায় আজমীর হোসেন নামে গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। যশোর-সাতক্ষীরা মহাসড়কের ছয়ঘরিয়া বাবুলিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজমীর হোসেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আমাদের এ প্রতিনিধিকে জানায়, আজ সকালে আজমীর হোসেন মোটরসাইকেল যোগে সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় ছয়ঘরিয়া বাবুলিয়া মোড় এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসাইন, বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।